ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ নরসিংদী জেলার আইন শৃঙ্খলা জনগনের জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে আজ অনুষ্ঠিত হয় জেলা পুলিশ, নরসিংদীর অপরাধ পর্যালোচনা সভা।
অদ্য সোমবার (১০ অক্টোবর, ২০২২খ্রি.) নরসিংদী জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ, নরসিংদীর অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভার প্রধান আলোচ্য বিষয় ছিল আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর সম্মানিত পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।