সবার অধিকার রক্ষা করি
আমার অধিকার কই?
দিনেও আমি ব্যস্ত থাকি
রাতেও জেগে রই
তোমরা যখন লেপের নিচে
আমি থাকি পাহারায়
মশার যন্ত্রনায় শীতের রাতে
অপরাধ মোকাবেলায়
করোনাতেও থেমে থাকিনি
ছিলাম মাঠে ঘাটে
অনেককেই খুঁজে পাইনি
ছিলনা এ তল্লাটে
রোদ, বৃষ্টি, ঝড়, ঝাপটা
সবই নিত্যসঙ্গী
সময়ের সাথে দেই পাল্লা
নেই দিবারাত্রি
শুক্র নেই শনি নেই
নেই কোন উৎসব
মাস যায় বছর যায়
ছুটি প্রায় অসম্ভব
দোষ খুঁজতে তোমরা ব্যস্ত
আমার সকল কাজে
মনে রেখো আমিও কিন্তু
জন্মেছি এ সমাজে।।