গতকাল ২৮ মার্চ রোজ মঙ্গলবার সময় দুপুর ১২.০০ ঘটিকায় ফরিদপুর জেলা কোতোয়ালী থানাধিন মানববন্ধন কর্মসূচি পালন করেন ৫ নং ডিগ্রিচর ইউনিয়ন এর সাধারণ কৃষক পরিবার,
এসময় তারা উল্লেখ করেন রাদের ধানের ফসলী জমির উপর অবৈধ ভেকু দিয়ে রাতের আধারে ফসলী জমির মাটি কেটে নেয়া হচ্ছে।
মানববন্ধনে থাকা কৃষকেরা বলেন স্থানীয় প্রভাবশালী মহলের জনৈক ভূমিদস্যুদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে আবু ফকির বিশ্ব জাকের পার্টির দলীও কর্মী বাবু ফকির, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাবু ফকির, ৫নং ডিগ্রিচর যুবদলের সভাপতি রাজা ফকির, ওহাব ফকির ও ছাত্রদল বিএনপি নেতা সুমন শেখ, লিটন শেখ, সর্ব গ্রাম আইজুদ্দীন মাতুব্বর ডাঙ্গী। তারা মূলত পেশি শক্তির প্রভাব বিস্তার করে জমি দখল করে মাটি কেটে নিয়েছে।
বাবু মোল্লা ওরফে (খড়ি বাবু) দুলাল মোল্লা উভয় পিতা হাশেম ফকির ফরিদপুর পৌরসভা। রিজাউল ফকির ফরিদপুর পৌরসভাগণ দীর্ঘদিন যাবত ডিগ্রিচরের জনগনের ধানী ফসলী জমি নষ্ট করে ও তার উপর থেকে নিয়মিত ভাবে ভেকু লাগিয়ে মাটি কেটে চলেছেন বলে স্থানীয় জনসাধারণের লোকজন অভিযোগ জানাতে ৫ নং ডিগ্রিচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব,মেহেদী হাসান (মিন্টু) এর বাড়িতে একত্রিত হয়ে অভিযোগ জানিয়েছেন।
এই ব্যপারে এলাকার জনপ্রতিনিধি মেহেদী হাসান মিন্টু সাংবাদিকদের বলেন তার নির্বাচনী এলাকা ৫ নং ডিগ্রিচর ইউনিয়ন এর সাধারন জনগণের ধানের ফসলী জমির উপর অবৈধ ভেকু দিয়ে রাতের আধারে মাটি কেটে নিলে তিনি পূর্বেও জেলা প্রশাসক ফরিদপুর সহ পুলিশ সুপার ফরিদপুর সহ কোতোয়ালী ভূমি কমিশনার কে জানালেও কোন প্রতিকার মিলাতে পারছি না।
তিনি পুনরায় তার ইউনিয়নের জনগণের ফসলী জমির উপর থেকে অবৈধ ভেকু দিয়ে রাতের আধারে মাটি কেটে নিতে না পারেন।
সেই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগের ভূমিদস্যুরা সেই ব্যপারে জেলা প্রশাসক ফরিদপুর সহ পুলিশ সুপার ফরিদপুর ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিকট দ্রুত প্রতিকারের জন্য আবেদন জানিয়েছেন।